Sojourner, Spirit, Opportunity এবং Curiosity এর পর পঞ্চম মার্স রোভার হিসেবে নতুন একটি রোভার অতি শীঘ্রই মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছে। এখন পর্যন্ত এই রোভারটির নাম ঠিক করা হয় নি, তবে সামনের বছর ফেব্রুয়ারিতে এর নাম ঘোষণা করা হবে।
২০২০ সালের জুলাই/আগস্ট মাসে এটি মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিবে এবং ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এটি লাল গ্রহটিতে অবতরণ করবে।
মার্স ২০২০ রোভার মিশন নাসার Mars Exploration Program (MEP) এর অংশ। এই প্রোগ্রামটি কিছু দীর্ঘমেয়াদি লক্ষ্যকে সামনে রেখে আগাচ্ছে। যেগুলো হলো-
১. মঙ্গলে পূর্বে কখনো প্রাণের অস্তিত্ব ছিলো কিনা সেটা সম্পর্কে অবহিত হওয়া
২. মঙ্গলের আবহাওয়ার বৈশিষ্ট্য সম্পর্কে জানা
৩. মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে জানা
৪. মঙ্গলে মানব অভিযানের প্রস্তুতি নেওয়া
এই লক্ষ্যগুলো পূরণ করার উদ্দেশ্য নিয়েই এই পঞ্চম রোভারটি লাল গ্রহটির উদ্দেশ্যে রওনা দিবে।
নতুন রোভারটি গ্রহটিতে যা যা করবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – মঙ্গলের পূর্ববর্তী অবস্থা এবং পরিবেশ সম্পর্কে অবহিত হওয়া যেখানে অণুবীক্ষণিক প্রাণের অস্তিত্ব থাকতে পারে, মাটি এবং পাথরের নমুনা সংগ্রহ এবং সংরক্ষণ করা, মঙ্গলের আবহাওয়া কতটুকু অক্সিজেন উৎপাদন করতে পারে এবং সেখানের আবহাওয়া মানুষের জন্য উপযোগী কিনা সেটা পরীক্ষা করা প্রভৃতি।
এই মিশনটির স্থায়িত্বকাল ধরা হয়েছে কমপক্ষে মঙ্গল গ্রহের এক বছর সময়। (পৃথিবীর সময় অনুযায়ী প্রায় ৬৮৭ দিন)
মার্স ২০২০ রোভার মিশন সম্পর্কে আরো জানতে ভিজিট করুন –
1. https://mars.nasa.gov/mars2020/