তালিকা জুড়ে বইয়ের মেলা (জ্যোতির্বিদ্যা বইয়ের তালিকা)
তালিকা জুড়ে বইয়ের মেলা -হৃদয় হক উৎসর্গ : বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞান চর্চার অগ্রদূত মোহাম্মদ আবদুল জব্বার স্যার ও বাংলাদেশী সৃষ্টিতত্ত্ববিদ ড. জামাল নজরুল ইসলাম স্যার - কে। কৃতজ্ঞতা : সম্পুর্ণ তালিকাটি আমার পক্ষে একা করা সম্ভব হয়নি। অনেকেই রিভিউ দিয়ে সাহায্য করেছেন, আবার কেউ কেউ ভালো বইয়ের সন্ধান দিয়েছেন। সবমিলে যাদের কাছে আমি কৃতজ্ঞত তাঁরা হলেন - Syeda Lammim Ahad…