শিশিরকুমার ভট্টাচার্য স্মরণে

শিশিরকুমার ভট্টাচার্য স্মরণে

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে গুটি গুটি পা পা করে যাদের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানের প্রসার হচ্ছে তাদের মাঝে শিশিরকুমার ভট্টাচার্য অন্যতম। জ্যোতির্বিজ্ঞান নিয়ে ডক্টরেট করা শুরুর দিকের অল্পসংখ্যক মানুষদের মাঝে তিনি একজন। গবেষণা ছাড়াও তিনি বিজ্ঞান লেখক হিসেবে সর্বাধিক পরিচিত। খুবই সরলভাষায় রচিত জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন কাটখোট্টা বিষয়ে তার বইগুলো দিয়ে এদেশের অনেক শিক্ষার্থীর জ্যোতির্বিজ্ঞানের সাথে পরিচয় হয়েছে।

তাঁর কর্মজীবনের প্রায় পুরোটা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা(গণিতবিভাগ) ও গবেষণা করে। ১৯৮০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি করার সময় Astronomy and Astrophysics জার্নালে নক্ষত্রের জন্মপ্রক্রিয়ার মডেল বিষয়ক একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। এটি তাঁর উল্লেখযোগ্য কাজের একটি।

২০০৫ সালে প্রায় ৪০ বছরের শিক্ষকতা পেশা থেকে তিনি অবসর গ্রহণ করেন। জীবনের বাকি সময় নিজেকে ব্যস্ত রাখেন জ্যোতির্বিজ্ঞান ও গণিত বিষয়ক বই লেখতে। তিনি বিশ্বাস করতেন সমাজে যত অন্ধবিশ্বাস এবং কুসংস্কার বিরাজ করছে তার প্রকৃত কারণ জগৎ ও জীবন সম্পর্কে জ্ঞানের অভাব।

তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য বইয়ের মাঝে রয়েছে মানুষ ও মহাবিশ্ব, মহাজাগতিক মহাকাব্য, কালের প্রকৃতি ও অন্যান্য, ব্ল্যাকহোল, আইনস্টাইন : জীবন ও আপেক্ষিক তত্ত্ব এবং A text book of Spherical Astronomy. এছাড়াও তিনি ‘সৃষ্টির মহান পরিকল্পনা’ নামে হকিং ও স্লডিনোর ‘The grand design’ বইটি ভাষান্তর করেন।

শিশিরকুমার ভট্টাচার্যের প্রয়াণে ক্যামসাস্ট পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।

লেখক :
সৌরভ মনি বিশ্বাস
পরিসংখ্যান বিভাগ (২০১৮-১৯ ব্যাচ)
শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়

Leave a Reply